
| বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 33 বার পঠিত
শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ৯ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
অন্য যে ৮জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাঁরা হলেন- বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির ও যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে এই ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। একই সঙ্গে শিবলী রুবাইয়াতসহ ৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর অতি আস্থাভাজন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এর আগে ২৮ মে তাকে ৪ বছরের মেয়াদে পুনঃনিয়োগ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদিও এটি সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরোধিতার মুখে হয়েছিল।
শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মেয়াদেশেয়ারবাজারে ব্যাপক লুটতরাজের অভিযোগ রয়েছে।
এছাড়া, গত বছরের ৯ অক্টোবর অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। মহানগর সিনিয়র স্পেশাল জজকোর্ট এই নিষেধাজ্ঞা আরোপ করেন, যা দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে কার্যকর হয়।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan