
| বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 30 বার পঠিত
গত সপ্তাহের ধারাবাহিক সূচকের উত্থানে বিনিয়োগকারীদের আস্থা সঙ্কট কাটতে শুরু করেছিল। যে কারণে তারা আবারও লেনদেন ফিরে আসায় টাকার অংকে লেনদেন বেড়েছিল। কিন্ত চলতি সপ্তাহ অব্যহত দরপতনে আবারও আস্থা সঙ্কট বাড়ছে। এর ফলে টাকার অংকে লেনদেন কমছে। একই সাথে হারিয়ে যাচ্ছে পুঁজি।
এদিকে, আজও ২৯ জানুয়ারি সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু তার স্থায়িত্ব ছিল স্বল্প সময়। কিছুক্ষণ পরেই সূচকের একটানা পতন ঘটে। এরপর আবারও সূচক বাড়রেও তার স্থায়িত্ব ছিল কম। পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর থেকে সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ১৩.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১১২.৫১ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৭.৫২ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ০.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৬.৩০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪ টির, কমেছে ২০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩১.৩৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১১ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৬৫১ টি শেয়ার ১ লাখ ২২ হাজার ৮৯৩ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ১৬ লাখ ৬৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৮ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৩.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১২৬.৪২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৪৫.৪৮ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ২.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৯৬.৯৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৭৩ টির, কমেছিল ১৫২ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৩.০৩ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ১২ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার ৫২০ টি শেয়ার ১ লাখ ২৩ হাজার ৩২০ বার হাতবদল হয়েছিল। দিন শেষে লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৩১ লাখ ৮৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৪ কোটি ১৫ লাখ ১৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩০ শতাংশ বা ৪৩.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৩২.৩৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৯১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ১ লাখ ৮৮ হাজার ৭২ টাকা।
Posted ৪:১২ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan