
| বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 36 বার পঠিত
আজ ৩০ জানুয়ারি সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর দেড়টার পর থেকে সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের সামান্য উত্থানে টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১১৩ পয়েন্টে। যা আগেরদিন সূচক কমেছিল ১৪ পয়েন্ট।
এদিন ডিএসইতে ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৩১৪ কোটি ১৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৭৫ কোটি ৭৮ লাখ বা ২৪ শতাংশ।
ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২০টির বা ৩০.৩৭ শতাংশের, কমেছে ২১৯টির বা ৫৫.৪৪ শতাংশের ও পরিবর্তন হয়নি ৫৬টির বা ১৪.১৭ শতাংশের।
অপরদিকে সিএসইতে আজ ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন ৪ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৯টির, কমেছে ১২৫টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩০১ পয়েন্টে। আগেরদিন কমেছিল ৪৩ পয়েন্ট।
Posted ৪:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan