বুধবার ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

সোয়া ৪ হাজার কোটি টাকা ফিরেছে শেয়ারবাজারে

  |   শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   47 বার পঠিত

সোয়া ৪ হাজার কোটি টাকা ফিরেছে শেয়ারবাজারে

বিদায়ী সপ্তাহে (২৬-৩০জানুয়ারি’২৫) ধারাবাহিক দরপতনের মধ্যেও দেশের শেয়ারবাজারে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সোয়া ৪ হাজার কোটি টাকা ফিরেছে। আলোচ্য সময়ে ডিএসইর সবগুলো সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ২৩৭ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকা বা ০.৬৪ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সব সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.৬৩ পয়েন্ট বা ১.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১১২.৯০ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৯.১৯ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০৩.৮৫ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২৭.৮৭ পয়েন্ট বা ২.৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৩.৯৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৮.৬৪ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫.৬৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৯৮টি, কমেছে ২৭২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭১ কোটি ২৩ লাখ ৭০ হাজার শেয়ার ৬ লাখ ৯৫ হাজার ১৪৬বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৪ কোটি ৯৩ লাখ টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৬৮ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা বা ১৭.৮৫৫ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৮২৫ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ২৩৭ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকা বা ০.৬৪ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৪.৯৭ পয়েন্ট বা ১.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯৪.০৭ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৯৬.৪১ পয়েন্ট বা ১.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৭০০.৯৭ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১০.৯৩ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ এবং সিএসআই সূচক ১৬.৫৭ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৯৬.৭২ পয়েন্টে এবং ৯২৩.০৩ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ৯.৫২ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৬৮.১৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৯৯টি, কমেছে ১৮৬টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭১ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ৫৮০ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২১ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৮৮ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫০ কোটি ৪৬ লাখ ৮১ হাজার ৪৯২ টাকা বা ২৩৪.৫০ শতাংশ।

 

Facebook Comments Box
top-1

Posted ৫:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।