
| মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 32 বার পঠিত
গতকালের মত আজও ১১ ফেব্রুয়ারি’২৫ সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৪ শতাংশ বা ১৭.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯২.০৫ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫২.৭০ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৪.০৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৫ টির, কমেছে ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৩.৮৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৯ কোটি ৬১ লাখ ২১ হাজার ৫৪৯ টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ১৫২ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫১৯ কোটি ৫৫ লাখ ২৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৮.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৭৪.২৮ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৪৯.২০ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ০.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯১২.২২ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৬ টির, কমেছে ১৬৫ টির এবং অপরিবর্তিত রয় ৭০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪১.৩৯ শতাংশ শেয়ারের দর বৃদ্বি পায়।
এদিন ডিএসইতে ১৬ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ৫৯১ টি শেয়ার ১ লাখ ৪২ হাজার ৫৫২ বার হাতবদল হয়। আজ দিন শেষে লেনদেন হয় ৪২০ কোটি ৬৫ লাখ ১৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৮ কোটি ৯০ লাখ ১২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩০ শতাংশ বা ৪৩.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫১৯.৩৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২২২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৬৩৭ টাকা।
Posted ৪:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan