
| মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 40 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডকে বেমেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তর করার আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৫ ফেব্রুয়ারি বিএসইসির ৯৪১ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিএসইসি জানায়, ফান্ডটির রূপান্তরের জন্য প্রয়োজনীয় ইউনিটহোল্ডারদের অনুমোদন না থাকা এবং মেয়াদপূর্তির ১৫০ দিন পূর্বে ট্রাস্টির সিদ্ধান্ত গ্রহণ না হওয়া এবং সময়মতো কমিশন ও এক্সচেঞ্জকে অবহিত করতে ব্যর্থ হওয়ায় আবেদনটি বাতিল করা হয়েছে।
এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এই আবেদনটি জমা দিয়েছিল।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan