
| মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 40 বার পঠিত
আজ ১৮ ফেব্রুয়ারি’২৫ সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্থু দুপুর দুইটার পর সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের সামান্য পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৮.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৩.২০ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬০.২২ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৫.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২২.৪৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬ টির, কমেছে ২০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৪.১৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ২২ কোটি ০৫ লাখ ৭৬ হাজার ৫৩৪ টি শেয়ার ১ লাখ ৬৮ হাজার ৮২২ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৩৭ লাখ ১৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৪ শতাংশ বা ১২.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ২১১.৫৩ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ১ হাজার ১৬০.৬৩ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৬.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ১ হাজার ৯২৮.৩৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৬ টির, কমেছে ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৪.৪৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ১৫ কোটি ৪৭ লাখ ০৪ হাজার ৮৬৫ টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ২৯ বার হাতবদল হয়েছিল। দিন শেষে লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ৮০ লাখ ৫২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৪ শতাংশ বা ৩৫.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৪০.৯৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪ টির, কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ২৪ টাকা।
Posted ৪:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan