
| মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 42 বার পঠিত
গতকালের মত আজও ২৫ ফেব্রুয়ারি’২৫ সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সুচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৫ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬২ শতাংশ বা ৩২.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৭.৮৮ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৬.০৪ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৩.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩০.৩৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬ টির, কমেছে ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৯.৪৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ২৭ কোটি ৬৭ লাখ ১৪ হাজার ৭৫২ টি শেয়ার ১ লাখ ৮০ হাজার ২৭৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬০৭ কোটি ২০ লাখ ৪৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১০.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২৩৪.৯৪ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৩.০০২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬৯.১০ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৫.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯২৬.৫০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৭৩ টির, কমেছিল ১৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৩.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ২৩ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৮৪১ টি শেয়ার ১ লাখ ৬৬ হাজার ৭৫৮ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ২৮ লাখ ৩৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬২ কোটি ৯২ লাখ ৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯২ শতাংশ বা ১৩৫.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭০৫.৬৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২৩৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯ টির, কমেছে ৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ১৭ লাখ ৯ হাজার ৫২৪ টাকা।
Posted ৫:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan