বিবিএনিউজ.নেট | ১১ ডিসেম্বর ২০১৯ | ১২:৩০ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আজিজ পাইপস লিমিটেডের ২০১৮-১৯ সমাপ্ত হিসাব বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার রাজধানীর আইডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে কোম্পানিটি। এছাড়া উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করে পরিচালনা পর্ষদ।
আজিজ পাইপস লিমিটেডের চেয়ারপারসন মো. রিফাত হাসানের সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আবছার, পরিচালক মো. মুস্তাসিন হালিম, মো. আবদুল কাদের খান ও এটিএম আহমেদুর রহমান, স্বতন্ত্র পরিচালক খন্দকার নুরুজ্জামান ও মো. নুরুল হক। সভা পরিচালনা করেন সহকারী কোম্পানি সচিব এ এইচ এম জাকারিয়া।
বাংলাদেশ সময়: ১২:৩০ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed