বিবিএনিউজ.নেট | ২৫ মে ২০১৯ | ১২:০২ অপরাহ্ণ
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারকে পরবর্তী তিন বছরের জন্য পুনর্নিয়োগ প্রদান করেছে। তিনি ২০০৭ সাল থেকে এ দায়িত্ব পালন করে আসছেন। ৩৪ বছরের ক্যারিয়ারে ইফতেখার ব্যাংক ইন্দোসুয়েজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এবি ব্যাংকসহ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০০৪ সালে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইস্টার্ন ব্যাংকে যোগদান করার পর ২০০৬ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০৭ সালে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব লাভ করেন। ২০১২ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড প্রোগ্রামে তাকে ‘সিইও অব দ্য ইয়ার’ স্বীকৃতি প্রদান করা হয়।
২০১৪-১৫ মেয়াদে তিনি দেশের ব্যাংকিং পেশাদারীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং গ্র্যাজুয়েট ইফতেখার ব্যাংকিং সেক্টরে ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট কমপ্লায়েন্স এবং রেগুলেটরি বিষয়ে অভিজ্ঞতার অধিকারী।
বাংলাদেশ সময়: ১২:০২ অপরাহ্ণ | শনিবার, ২৫ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed