বিবিএনিউজ.নেট | ২৮ মার্চ ২০১৯ | ১২:৫২ অপরাহ্ণ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সভা হয়েছে।
বুধবার ব্যাংকের চট্টগ্রাম জোনাল অফিসে সভাটি হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী সভার উদ্বোধন করে শাখা ব্যবস্থাপকদেরকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি মনোযোগী হওয়ার নির্দেশ দেন।
এছাড়া তিনি খেলাপি ঋণ কমিয়ে আনার মাধ্যমে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমের সভাপতিত্বে সভায় জোনের নির্ধারিত ১৫টি শাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১২:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed