বিবিএনিউজ.নেট | ০৫ মার্চ ২০১৯ | ১২:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বীমামেলা-২০১৮ এর মূল আয়োজক কমিটির একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেলা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আগামী ১৫ ও ১৬ মার্চ চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে অনুষ্ঠেয় এবারের বীমা মেলার স্লোগান “নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা”। দু’দিনব্যাপী এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। মেলায় সকল বীমা কোম্পানির অংশগ্রহণ বাধ্যতামূলক বলে জানা গেছে।
আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে এতে কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ ও ড. এম মোশাররফ হোসেন, নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) কাজী মনোয়ার হোসেন ও খলিল আহমদ, পরিচালক (যুগ্ম-সচিব) ফারুক আহম্মেদ ও ড. মহা. বশিরুল আলমসহ পপুলার লাইফের সিইও ও বিআইএফ’র প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed