বিবিএনিউজ.নেট | ০২ জানুয়ারি ২০২০ | ৩:৫১ অপরাহ্ণ
চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের জীবন বীমা দাবির চেক হস্তান্তর করেছে ইসলামী ব্যাংক।
সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মতিঝিলে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রুপ বীমার অংশ হিসেবে ২০১৯ সালে মৃত্যুবরণকারী ইসলামী ব্যাংকের পাঁচ কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের হাতে বীমা দাবি চেক তুলে দেয় পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স।
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান দেওয়ান নূরুল ইসলাম, সিইও মোরশেদ আলম সিদ্দিকী, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জেকিউএম হাবিবুল্লাহ, আব্দুল জব্বার এবং সালেহ ইকবাল।
বাংলাদেশ সময়: ৩:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed