বিবিএনিউজ.নেট | বুধবার, ০৩ জুলাই ২০১৯ | প্রিন্ট | 610 বার পঠিত
মো. মঞ্জুর মফিজ দি ওয়ান ব্যাংক লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ১ জুলাই যোগদান করেন। এর আগে ডাচ্-বাংলা ব্যাংকে সহকারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ২৫ বছর ধরে তিনি ব্যাংকিং পেশায় সাফল্যের সঙ্গে কর্মরত আছেন। কর্মজীবনের শুরুতে পাঁচ বছর শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতকোত্তর পাস করেন। সোনালী ব্যাংকের সহকারী প্রকৌশলী হিসেবে তিনি ব্যাংকিং পেশায় যোগদান করেন। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, দি সিটি ব্যাংক ও এবি ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
Posted ১:১২ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed