নিজস্ব প্রতিবেদক | ২১ এপ্রিল ২০২০ | ১২:৫৫ অপরাহ্ণ
ব্যাংক খাত সংকটে পড়লেও কোনো কর্মী ছাঁটাই করবে না প্রাইম ব্যাংক লিমিটেড।এছাড়া করোনা সংকটে কেসরকারি এই ব্যাংক নারীকর্মী এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে।
প্রাইম ব্যাংকের ২৫ বছর পুর্তি উপলক্ষে রবিবার অনলাইন সংবাদ সম্মেলনে এ প্রতিবেদকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাধারণ সম্পাদক রাহেল আহমেদ।
একই সঙ্গে এ বিশ্বব্যাপী করোনা সংকটের সময়ে যেসব ব্যাংক বেশি ডিজিটালাইজড; তারাই গ্রাহক সেবায় বেশি এগিয়ে। তাই আগামীতে যে কোনো সংকট মোকাবিলায় ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বেসরকারি প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
বাংলাদেশ সময়: ১২:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne