নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 801 বার পঠিত
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি গবাদি পশু বীমা সহজ করতে নতুন এক ধরনের প্রযুক্তি ব্যবহার করবে । কোম্পানিটিকে এই প্রযুক্তি সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক ফিন্যান্সিয়াল টেকনোলজি কোম্পানি ইনফোকর্প টেকনোলজিস।
এ লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি সই করেছে।
এই চুক্তির আওতায় একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে গবাদি পশুর মালিক নিবন্ধিত হতে পারবেন। একইসঙ্গে তিনি তার গবাদি পশুগুলোকে নিবন্ধিত করতে পারবেন। পশুগুলোর শরীরে একটি ট্যাগ লাগানোর মাধ্যমে সেগুলোর অবস্থান নির্ধারণ থেকে শুরু করে সব ধরনের তথ্য সংগ্রহ করা যাবে।
ইনফোকর্প টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও রয় লাই এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষরের পর সংবাদ সম্মেলনে বলা হয়, বিভিন্ন সমস্যা থাকার কারণে বাংলাদেশে গবাদি পশু বীমা করাটা খুবই কঠিন। অথচ বাংলাদেশে বিপুল সংখ্যক গবাদি পশু পালন হচ্ছে; এগুলোর বীমা করাটা খুব জরুরি।
সংবাদ সম্মেলনে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী বলেন, এই অ্যাপটির মাধ্যমে গবাদি পশু মালিকানার সমস্যাটা সমাধান করা যাবে, কৃষক এর মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন, কারণ ব্যাংক জানতে পারবে যে গবাদিপশু কি অবস্থায় আছে। একই সাথে একই প্রযুক্তি ব্যবহার করে বীমা করা যাবে।
তিনি জানান, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সেই প্রথম এই প্রযুক্তি বাংলাদেশ আনছে। বর্তমানে তারা গবেষণা করবে।
Posted ১:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed