
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 472 বার পঠিত
নন-কনভার্টেবল কলাবেল জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচ.আর টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ফেসভ্যালুসহ ১২৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৮৭৮ টাকার বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানয়, কোম্পানিটি প্রতি বন্ডের মূল্য হবে ১ লাখ টাকা। বন্ডটি ৩ থেকে ৭ বছরে ম্যাচিউরিটি হবে। এই বন্ড ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ, বিদেশি ও সাধারণ বিনিয়োগকারীরা ইস্যু করতে পারবে।
বন্ড ইস্যু থেকে উত্তোলিত অর্থ কোম্পানির লাভজনক এবং সম্ভবনা বৃদ্ধির কাজে ব্যবহার হবে।
বস্ত্র খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ২৫ কোটি ৩০ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৮২ কোটি ৯৩ লাখ টাকা। এ কোম্পানির ২ কোটি ৫৩ লাখ শেয়ারের মধ্যে ৫০.৬৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭.৭৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৪১.৬০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan