বিবিএনিউজ.নেট | ১৮ জুন ২০১৯ | ১০:৫৫ পূর্বাহ্ণ
ঢাকা ব্যাংক লিমিটেডের ৩৫৩তম বোর্ড সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে রেশাদুর রহমান পুনরায় এবং তৌহিদুল হোসেন চৌধুরী (আতিক) পরিচালনা পর্ষদের নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রেশাদুর রহমান একজন সফল উদ্যোক্তা এবং প্রগতিশীল একাধিক ব্যাবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত আছেন। রহমান বর্তমানে পোল্যান্ড প্রজাতন্ত্রের কনসাল জেনারেল হিসেবে বাংলাদেশে নিযুক্ত আছেন। তাঁর পুনঃনিয়োগ ইতিবাচকভাবে ঢাকা ব্যাংকের ধারাবাহিক উন্নয়ন ও গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানে উৎকর্ষতা সাধনের যাত্রা অব্যাহত রাখবে।
অন্যদিকে তৌহিদুল হোসেন চৌধুরী ঢাকা ব্যাংকের অন্যতম স্পন্সর পরিচালক। একজন সফল ব্যবসায়ী হিসেবে পোশাক, হোটেল ও ফার্মাসিউটিক্যালস ব্যবসায় তাঁর তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed