বিবিএনিউজ.নেট | বুধবার, ২৭ মার্চ ২০১৯ | প্রিন্ট | 665 বার পঠিত
অনুকূল পরিবেশ ও অধিক জমিতে চাষ হওয়ায় ধানের ফলন ভালো হয়েছে; ধানের উৎপাদন ৭ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার (ইউএসডিএ)।
যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইউএসডিএ জাতীয় কৃষি গবেষণা ও তথ্য সেবা দিয়ে থাকে। সম্প্রতি ২০১৮-১৯ সালের গবেষণার তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে ২০১৮ সালের মে থেকে ২০১৯ সালের এপ্রিল মাস পর্যন্ত সময় নির্ধারণ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ বছরে (মে-এপ্রিল) দেশে চালের উৎপাদন দাঁড়াবে ৩ কোটি ৪৯ লাখ মেট্রিক টন। আগের বছরের (২০১৭-১৮) একই সময় ছিলো ৩ কোটি ২৬ লাখ মেট্রিক টন। এক বছরের উৎপাদন বেড়েছে ৬ দশমিক ৯২ শতাংশ।
২০১৮ সালের মে মাস থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত এক বছরের হিসাব করেছে সংস্থাটি। তবে সংস্থার হিসাবে অন্তর্ভুক্ত হয়নি মাঠে থাকা বোরো ধান। প্রতিবেদনে বলা হয়েছে বোরো ধানের ফলনও ভালো হবে এ বছর।
দেশের চাল উৎপাদনের ৪০ ভাগই আসে আমন ধান থেকে। মার্কিন কৃষি বিভাগের হিসাবে ২০১৮-১৯ বছরে আমন উৎপাদন হবে ১ কোটি ৩৫ লাখ টন। আগের বছর অর্থাৎ ২০১৭-১৮ বর্ষে উৎপাদন হয়েছিল ১ কোটি ২৫ লাখ টন। এক বছরের ব্যবধানে উৎপাদন বেড়ে ৮ শতাংশ।
২০১৮-১৯ বছরে (এপ্রিল পর্যন্ত) বোরো ধানের উৎপাদন ধরা হয়েছে ১ কোটি ৮৯ লাখ টন। আগের বছর ২০১৭-১৮ বর্ষে উৎপাদন হয়েছিল ১ কোটি ৭৮ লাখ টন। উৎপাদন বেড়েছে ৬ দশমিক ২৩ শতাংশ।
২০১৮-১৯ বছরে আউশ উৎপাদনের ফলন বেড়েছে ২ লাখ মেট্রিক টন বা ৬ দশমিক ৩৮ শতাংশ। বছরটিতে আউশের উৎপাদন হয়েছে ২৫ লাখ টন। আগের বছর ২০১৭-১৮ বর্ষে ছিলো ২৩ লাখ টন।
ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া ভালো থাকায় এ বছর ৫ লাখ হেক্টর জমিতে ধানের আবাদ বেশি করেছেন কৃষকরা।
সংস্থাটির মতে ২০১৮-১৯ বর্ষেও এপ্রিল পর্যন্ত চালের আমদানি ৬ লাখ মেট্রিক টন পর্যন্ত হতে পারে। আগের বছর অর্থাৎ ২০১৭-১৮ তে আমদানির পরিমাণ ছিলো ৩৫ লাখ মেট্রিক টন। আমদানি কমেছে ৪৮৩ শতাংশ।
এদিকে আমদানি কমলেও সরকারি গুদামে চালের মজুদ বেড়ে অতীতের যেকোন সময়ের বেশি।
২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত চালের মজুদ দাড়িয়েছে ১১ দশমিক ৫ লাখ মেট্রিক টন। আগের বছর ছিলো ৫ দশমিক ৫ লাখ মেট্রিক টন। মজুদ বেড়েছে দ্বিগুণের বেশি বা ১০৮ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, উৎপাদন আর মজুদ বাড়ায় চালের বাজারে স্বস্তি ফিরেছে। এক বছরে চালের দাম কমেছে ৯ শতাংশ।
চালের মত উৎপাদন বাড়েনি দেশের আরেক প্রধান খাদ্য শস্য ভুট্টার। ২০১৮-১৯ বছরে এপ্রিল পর্যন্ত উৎপাদন দাঁড়াবে ৩৮ লাখ মেট্রিক টন। আগের বছর ২০১৭-১৮ তে উৎপাদন হয়েছিল ৩৬ লাখ মেট্রিক টন। উৎপাদন বেড়েছে ২ লাখ টন বা ৫ দশমিক ৫ শতাংশ।
ইউএসডির প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর শীত কম থাকায় এবং ব্লাস্ট রোগের আক্রমণে কমে গেছে গমের উৎপাদন। ২০১৮-১৯ বছরে গম উৎপাদন হয়েছে ৯ দশমিক ৫ লাখ টন। আগের বছরে (২০১৭-১৮) উৎপাদন হয়েছিল ১১ দশমিক ৫ লাখ মেট্রিক টন। উৎপাদন কমেছে ১৭ দশমিক ৬ শতাংশ। চলতি বছর ২ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মীর নুরুল আলম বলেন, আমদানি নির্ভরতা কমাতে সব ধরনের খাদ্য শস্য উৎপাদনে আমরা কৃষকদের নানারকম সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছি। এতে উৎপাদন বেড়েছে। ভবিষ্যতেও খাদ্য শস্য উৎপাদনের এই ধারা অব্যাহত থাকবে।
Posted ১:৩৮ অপরাহ্ণ | বুধবার, ২৭ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed