• ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদার

    | ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ১১:৫২ পূর্বাহ্ণ

    ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদার
    apps

    ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনোয়ারা সিকদার। গত ২৪ ফেব্রুয়ারি ব্যাংকের ৪৪৩তম বোর্ডসভায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের স্ত্রী মিসেস মনোয়ারা সিকদার সর্বসম্মতিক্রমে পরবর্তী তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

    সভার শুরুতে সদ্য প্রয়াত চেয়ারম্যানের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এএসএম বুলবুল। এরপর এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

    Progoti-Insurance-AAA.jpg

    দোয়া পরিচালনা করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী। এরপর ব্যাংকের পরিচালক রন হক সিকদার তার বাবা প্রয়াত জয়নুল হক সিকদার মৃত্যুর আগে ওনার পর তাদের মা অর্থাৎ মনোয়ারা সিকদারের সিদ্ধান্ত যাতে সবাই গ্রহণ করে এমন ইচ্ছার কথা তাকে বলেছিলেন, তিনি সভাকে তা অবহিত করেন।
    একই সঙ্গে স্বতন্ত্র পরিচালক নাঈমুজ্জামান মুক্তা পরবর্তী তিন বছরের জন্য ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মনোয়ারা সিকদারের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেন। এরপর অন্য পরিচালক পারভীন হক সিকদার এমপি, রিক হক সিকদার, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, জাকারিয়া তাহের, মাবরুর হোসেন তাদের আন্তরিক সমর্থন দেন।
    নতুন চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ ও প্রয়াত চেয়ারম্যানের স্বপ্নপূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করবার আহ্বান জানিয়ে সভা শেষ করেন।

    গত ১০ ফেব্রুয়ারি দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেশের অন্যতম পথিকৃত ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার। তার মৃত্যুতে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদটি শূন্য হয়।


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি