| ১২ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:১৭ অপরাহ্ণ
প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নাজিমউদ্দৌলা। প্রিমিয়ার ব্যাংকে যোগদানের আগে তিনি দীর্ঘদিন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট, মানবসম্পদ বিভাগ, এসএমই ফিন্যান্স, রিটেইল ইনভেস্টমেন্ট/ রুরাল ইনভেস্টমেন্ট ও ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনসহ বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মো. নাজিমউদ্দৌলার ব্যাংকিং ক্যারিয়ার দীর্ঘ ৩১ বছরের। ১৯৮৭ সালে তিনি তত্কালীন বাংলাদেশ শিল্প ব্যাংকে (বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড) প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড ও শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে কাজ করেন। তিনি দেশ-বিদেশে ব্যাংকিং ও ফিন্যান্সের ওপর বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ৩:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed