বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ | প্রিন্ট | 671 বার পঠিত
এএসএম ফিরোজ আলম সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৫৩তম সভায় প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর তিনি বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত হন এবং নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। তিনি ব্যাংকিং এবং লিজিং ব্যবসার সঙ্গে জড়িত।
ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এবং টয়ো সিস্টেম বিডির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান। ব্যবসায়ের পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে তিনি পটুয়াখালী জেলার কালাইয়াতে ‘শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল’ প্রতিষ্ঠা করেন।
Posted ৩:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed