বিবিএ নিউজ.নেট | ১৩ জানুয়ারি ২০২১ | ৩:০০ অপরাহ্ণ
সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ধোলাইখাল শাখা, রাজশাহী শাখা এবং দৌলতপুর শাখার অধীনে যথাক্রমে মীর হাজিরবাগ, শাহ মখদুম মেডিকেল কলেজ ও ফুলবাড়ীগেট নামে তিনটি নতুন উপশাখা চালু করেছে।
ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) জাফর আলম, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী মো. রেজাউল করিমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, উপশাখাগুলোর ইনচার্জরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৩:০০ অপরাহ্ণ | বুধবার, ১৩ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy