নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 367 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ৩২ কোম্পানির প্রায় ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- ব্র্র্যাক ব্যাংক, আমরা টেকনোলজিস, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আমান কটন ফাইবার্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ড্রাগন সোয়েটার, আইএফআইসি ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যাল, খুলনা পাওয়ার কোম্পানি, খুলনা প্রিন্টিং, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মোজাফফর হোসাইন স্পিনিং, মুন্নু সিরামিকস, এনসিসি ব্যাংক, ফনিক্স ফিন্যান্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, রেনেটা, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, সিঙ্গারবিডি, এসএস স্টিল, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিগুলোর ৬৪ লাখ ৬০ হাজার ৬১৪টি শেয়ার ৫৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৪ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ কোটি ৭০ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৫৭ লাখ টাকার আমরা টেকনোলজিসের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৭ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের।
এছাড়া আমান কটনের ৭২ লাখ ৭ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৪২ লাখ ৪০ হাজার টাকার, বিকন ফার্মার ৩০ লাখ ৫৯ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৪ লাখ ৬০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৭ লাখ ৩৬ হাজার টাকার, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৭ লাখ ৮০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১৯ লাখ ৫০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৩১ লাখ ১০ হাজার টাকার, জনতা ইন্স্যুরেন্সের ৮ লাখ ৪০ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ ১ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৬ লাখ ৯০ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৫ লাখ ১৭ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৯ লাখ ২০ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ২৩ লাখ ৭০ হাজার টাকার, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৫ লাখ ১৮ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৬ লাখ টাকার, এনসিসি ব্যাংকের ৫৯ লাখ ৪০ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ৩৫ লাখ ১৮ হাজার টাকার, প্রগতি ইন্স্যুরেন্সের ৮ লাখ ২৮ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৫৭ লাখ ৫০ হাজার টাকার, রেনেটার ৯৪ লাখ ৯৪ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭ লাখ ৫৪ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৯৬ লাখ ৯৪ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ টাকার, সিঙ্গার বিডির ৩৫ লাখ ২০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪৫ লাখ ৬০ হাজার টাকার, এসএস স্টিলের ৫ লাখ ৪ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ৬ লাখ ২৭ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan