বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯ | প্রিন্ট | 548 বার পঠিত
লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম ও শিওরসেল মেডিকেল (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিএ সাদিক সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির মাধ্যমে লংকাবাংলা ফিন্যান্সের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা শিওরসেল মেডিকেল থেকে স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধা অথবা সর্বোচ্চ ২০ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে লংকাবাংলা ফিন্যান্সের হেড অব কার্ডস মো. মিনহাজ উদ্দিন, হেড অব সেলস খাজা ওয়াছিউল্লাহ, শিওরসেল মেডিকেলের (বিডি) ক্লিনিক্যাল ডিরেক্টর এবং কনসালট্যান্ট ডা. একেএম মহিউদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১২:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed