
| সোমবার, ১২ মে ২০২৫ | প্রিন্ট | 65 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক। ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির মোট ১৮ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড, যার শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৯ হাজার টাকার।
তৃতীয় স্থানে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার, যার শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৫০ লাখ ৩৫ হাজার টাকায়।
লেনদেনের এই তালিকা বিনিয়োগকারীদের আগ্রহ ও বাজারে নির্দিষ্ট কোম্পানির প্রতি বিশ্বাসের একটি পরিমাপক হিসেবেও দেখা হয় বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংক , কেডিএস এক্সেসরিস্ , সিটি ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন , খান ব্রাদাস্ পি.পি এবং লাভেলো ।
Posted ৭:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan