| ২১ জানুয়ারি ২০১৯ | ৬:২৩ অপরাহ্ণ
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মোহাম্মদ শামসুল আলম সম্প্রতি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
১৯৫৩ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণকারী শামসুল আলম প্রথমে পারিবারিক ব্যবসায় যুক্ত হন। পরবর্তীতে তিনি গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি মেসার্স রেডিও ভিশনের ম্যানেজিং পার্টনারের দায়িত্ব পালন করছেন।
শামসুল আলম মাইডাস ফিন্যান্স লিমিটেডের সাবেক পরিচালক। এছাড়া তিনি পাম কমপ্লেক্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সাইডার এডুকেশন সার্ভিস লিমিটেড, এবি ইলেকট্রনিকস, জি টেলিকম, জি ডিস্ট্রিবিউশন ও জিনেট ডিজিটাল কমিউনিকেশন সেন্টার চট্টগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। —বিজ্ঞপ্তি
বাংলাদেশ সময়: ৬:২৩ অপরাহ্ণ | সোমবার, ২১ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed