বিবিএ টিভি | রবিবার, ০৫ মে ২০১৯ | প্রিন্ট | 934 বার পঠিত
পুঁজিবাজারের তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা শেয়ারহোল্ডারদের আনন্দ উচ্ছাসের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আজ রাজধানীর গুলশান-১ এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এজিএম অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কোম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক এর সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসাইন, পরিচালক মাহমুদুল হক, সিদ্দিকুর রহমান, মামুনুর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম মাহবুবুল করিম, কোম্পানি সচিব শাখাওয়াত হোসাইন সহ কোম্পানির কর্মকর্তা কর্মচারী ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
গত অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ও শেয়ারপ্রতি সম্পদ যথাক্রমে ২.৯৬ টাকা এবং ২৪.১৭ টাকায় দাঁড়িয়েছে। উক্ত সময়ে প্রতিষ্ঠানটির নীট সম্পদ মূল্য পূর্বের বছরের তুলনায় প্রায় ১২ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৯৭ কোটি ১৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। এই সময় বিনিয়োগকারীরা কোম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক ২য় বারে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানায়।
Posted ১০:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০৫ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed