| সোমবার, ১১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 25 বার পঠিত
আজ ১১ নভেম্বর সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৮ শতাংশ বা ৬৭.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৩.৪২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৯.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৫.২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৩.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭৭.৪৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৮ টির, কমেছে ১৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫০.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৮ কোটি ১৩ লাখ ২৪ হাজার ২৮ টি শেয়ার ১ লাখ ৫৫ হাজার ৮৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৪ শতাংশ বা ৫০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২৬৫.৮৪ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৩৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৭৫.৫১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.৮৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৫৩.৬৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৬৩ টির, কমেছিল ২৯২ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৫.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ২১ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৯৮৫ টি শেয়ার ১ লাখ ৫৪ হাজার ৬৩১ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৫৯ কোটি ৬৬ লাখ ৬৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৬ কোটি ৯০ লাখ ১২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩১ শতাংশ বা ৪৫.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৪২.০২ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩ টির, কমেছে ৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭৯ লাখ ৫৫ হাজার ৯৪৬ টাকা।
Posted ৫:০৫ অপরাহ্ণ | সোমবার, ১১ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan