• সূচক ও লেনদেনের উত্থানে সপ্তাহ শেষ

    নিজস্ব প্রতিবেদক | ২৪ ডিসেম্বর ২০২০ | ৪:৪৮ অপরাহ্ণ

    সূচক ও লেনদেনের উত্থানে সপ্তাহ শেষ
    apps

    আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ শেয়ারবাজারের সব সূচকসহ লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। আজ ডিএসইতে সূচক ১৬ মাস আর লেনদেন চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৫.০৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৮.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর এই সূচকটি ১ বছর ৩ মাস ২৯ দিন বা ২৯০ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালের ২৫ আগস্ট সূচকটি আজকের চেয়ে বেশি অর্থাৎ ৫ হাজার ২২৩.৭২ পয়েন্টে অবস্থান করছিল। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭.৩৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৪০.৪৯ পয়েন্ট এবং সিডিএসইসি ১৭.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০৩.৬৭ পয়েন্ট, ১৮৭৬.৭৩ এবং ১০৮১.৯৫ পয়েন্টে।

    Progoti-Insurance-AAA.jpg

    আজ ডিএসইতে ১ হাজার ৪০৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৬০ কোটি ৮১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ২৪৪ কোটি ৮৭ লাখ টাকার। ডিএসইতে আজকের লেনদেন ৪ মাস ৭ দিন বা ৯০ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৭ আগস্ট আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৮ কোটি ২৫ লাখ টাকার।

    ডিএসইতে আজ ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০৮টির বা ৫৭.৭৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৭৪টির বা ২০.৫৫ শতাংশের এবং ৭৮টি বা ২১.৬৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।


    অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৪৪.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৮৯.৩০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর। আজ সিএসইতে ৭৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৪:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি