নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১ | প্রিন্ট | 432 বার পঠিত
চট্টগ্রাম বন্দর এলাকায় অতিরিক্ত দশমিক ৩০ একর জমি ইজারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভ্রমণ ও পর্যটন খাতের কোম্পানি দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে ৩০ বছরের জন্য চুক্তি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পেনিনসুলা চিটাগং লিমিটেডের ইউনিট-২ এর ফাইভ স্টার হোটেল পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন প্রকল্পের জন্য বিদ্যমান এ জমি ইজারা নেওয়া হবে। ৩০ বছরের ইজারা চুক্তি ২০ বছর পর নবায়ন করা যাবে। মোট স্কয়ার ফিটের ভাড়া ১৩ হাজার ৬৮ টাকা। বার্ষিক ভাড়া দিকে হবে ১৭ লাভ ১০ হাজার টাকা এবং ভ্যাট ২ লাখ ৫৬ হাজার টাকা। ৫ বছর পর পর মোট ভাড়ার উপর ১০ শতাংশ বৃদ্ধি পাবে।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan