নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত
আগামী ২৯ জানুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
আইডিআরএ সূত্র জানায়, এ অনুষ্ঠানে দেশের সব বীমা কোম্পানির পরিচালনা পর্ষদের একজন সদস্য এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বীমা খাতের বিভিন্ন সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দকেও বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) আইডিআরএ’র পরিচালক (প্রশাসন) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এসব আমন্ত্রণ জানানো হয়।
বিশেষভাবে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন—
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ; ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মিস আদিবা রহমান, ভাইস প্রেসিডেন্ট কাজী সাখাওয়াত হোসাইন (লিন্টু), বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল); মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী; এস. এম. ইব্রাহিম হোসাইন, এসিআইআই (ইউকে), সিনিয়র কনসালটেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন; মো. ওমর ফারুক, এনডিসি, সেক্রেটারি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন; এছাড়াও বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি এবং তাকাফুল সোসাইটির চেয়ারম্যানকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
Posted ৯:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy