নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 19 বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) বিভিন্ন পদে জনবল নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন সংস্থাটির চার কর্মকর্তা।
বুধবার (২৮ জানুয়ারি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী রাহুল তালুকদার পরাগ এ আইনি নোটিশ পাঠান।
তিনি জানান, নোটিশে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম আসলাম আলম এবং আইডিআরএ’র সদস্য (প্রশাসন) মো. ফজলুল হককে বিবাদী করা হয়েছে।
আইনি নোটিশে বলা হয়েছে, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা–২০২১ সংশোধন না করে উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পদে নিয়োগ কার্যক্রম গ্রহণ কেন অসাংবিধানিক ও আদালত অবমাননার শামিল হবে না, সে বিষয়ে বিবাদীদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
নোটিশ প্রদানকারী আইডিআরএ’র চার কর্মকর্তা হলেন মোহাম্মদ মুরশীদুল মুসলীম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (গ্রেড ৭); মো. দেলোয়ার হোসেইন ভূইয়া, এক্সিকিউটিভ অফিসার (গ্রেড ৮);কাজী আব্দুল জাহিদ, এক্সিকিউটিভ অফিসার (গ্রেড ৮); এবং মো. শফিকুল ইসলাম, জুনিয়র অফিসার (গ্রেড ৯)।
আইডিআরএ’র গণমাধ্যম পরামর্শক সাইফুন্নাহার সুমি আইনি নোটিশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আইডিআরএ নোটিশের জবাব দিবে।
Posted ৮:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy