নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 318 বার পঠিত
তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। মঙ্গলবার (২০ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়।
বিদায়ী প্রান্তিকে কর পরবর্তী মুনাফা হয়েছে ৯ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার ৪০ টাকা। এর আগের বছরের একই সময়ে ছিলো ৩২ কোটি ৪৩ লাখ ২০ হাজার ৬১৪টাকা।
গত চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর অর্থাৎ ৯ মাসে কর পরবর্তী মুনাফা হয়েছে ১১কোটি ১১ লাখ ২৪ হাজার ৭৬৭টাকা। এর আগের বছর একই সময়ে লোকসান ছিলো ১২ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৯৫৮ টাকা।
আলোচিত প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে দশমিক ১৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল দশমিক ৪৯ পয়সা।
সর্বশেষ ৯ মাসে (জানুয়ারি, ২০-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে দশমিক ১৭ পয়সা।গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল দশমিক ২০ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৭ টাকা ৪১ পয়সা।এর আগের বছর একই সময়ে ছিলো ১৬ দশমিক ৯৬ পয়সা।
Posted ৯:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan