নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 301 বার পঠিত
আগামীকাল ১৬-ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সাথে বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেনও।
জানা গেছে, বাঙালি জাতির শ্রেষ্ঠতম আত্মদানে অর্জিত শ্রেষ্ঠতম গৌরবের বিজয় দিবস ১৬-ই ডিসেম্বর। দীর্ঘ নয় মাস পাক বাহিনীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে বাঙালিদের। যুদ্ধে ৩০ লাখ বাঙালি জীবন আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ।
দিনটি যথাযথ ভাবে উদযাপনের জন্য দেশের সব সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান এবং আদালতসহ দেশের সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সাথে বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেন।
বিজয়ের এই দিনটি উৎযাপনের পর ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) আবার দেশের সব প্রতিষ্ঠানের কার্যক্রম চালু হবে। একই সাথে চালু হবে দেশের শেয়ারবাজারের লেনদেনও।
Posted ১২:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan