নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ জুলাই ২০২১ | প্রিন্ট | 269 বার পঠিত
বাংলাদেশ ব্যাংক রোববারের অতিরিক্ত সাপ্তাহিক ছুটি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আগামী রোববার ব্যাংক খোলা থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারও খোলা থাকবে।
তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছু বলা হয়নি।
প্রসঙ্গত, ঈদুল-আজহাকে সামনে রেখে আজ ১৪ জুলাই বুধবার থেকে লকডাউন কিছুটা শিথিল করা হলে ব্যাংক রোববারেও খোলা রাখার সিদ্ধান্ত হয়।
জানা গেছে, আগামি ১৮ জুলাই (রোববার) ব্যাংকিং লেনদেন সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। যা করোনা মহামারির কারনে গত দুই রোববার বন্ধ ছিল। যে কারনে বাধ্য হয়ে পুঁজিবাজারও বন্ধ রাখতে হয়েছিল। কারন পুঁজিবাজারে সিকিউরিটিজ লেনদেন হয়ে থাকে ব্যাংকের অর্থ আদান-প্রদানের মাধ্যমে।
এবার আগামি রোববার ব্যাংক খোলার সিদ্ধান্ত নেওয়ায়, স্বাভাবিকভাবে শেয়ারবাজারও ওইদিন খোলা থাকবে।
তবে ঈদ পরবর্তী লকডাউনের সময় রোববারগুলোর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক।
Posted ১০:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan