| বুধবার, ১২ জুন ২০২৪ | প্রিন্ট | 56 বার পঠিত
বন্ধের দুই মাস পরে ফের খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলস লিমিটেড কোম্পানির উৎপাদন মিলগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ১ জুলাই থেকে উৎপাদন মিলগুলো খোলা হবে। মিল খোলার পর ৭ জুলাই থেকে আবারও উৎপাদনে ফিরবে বস্ত্র খাতের কোম্পানি।
এর আগে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে ২ মাসের জন্য উৎপাদন বন্ধ করে দেয় কোম্পানিটি। কী কারণে উৎপাদন বন্ধ করেছে তা জানানো হয়নি।
পরে চলতি বছরের ১২ এপ্রিল থেকে আরও দুইমাস উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।
তবে আজ (১২ জুন) কোম্পানিটির উৎপাদন বন্ধ থাকার মেয়াদ শেষ হলেও কোম্পানিটি ৩০ জুন অব্দি কারখানা এবং উৎপাদন বন্ধ রাখবে বলে জানা গেছে।
Posted ১২:১৪ অপরাহ্ণ | বুধবার, ১২ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan