নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ মে ২০২০ | প্রিন্ট | 521 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের জানুয়াারি ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে । আজ বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালন পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচিত প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ আরএকে সিরামিকসের কর পরবর্তী বা নিট মুনাফা হয়েছে ১৫ কোটি ১৬ লাখ টাকা। গত বছরের একই সময়ে ১৮ কোটি ৫৯ লাখ টাকা নীট মুনাফা করেছিল কোম্পানিটি। অর্থাৎ একই সময়ের তুলনায় মুনাফা কমেছে ৩ কোটি ৪৩ লাখ টাকা।
আলোচিত প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ০.৩৫ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৪৩ টাকা। অর্থাৎ একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ০.০৮ টাকা
Posted ৬:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২০
bankbimaarthonity.com | saed khan