নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ১০ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 534 বার পঠিত
করোনার প্রাদুর্ভার ঠেকাতে সরকার সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে। নতুন করে আরো সাতদিন ছুটি বাড়ানো হতে পারে। শুক্রবার প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস এমনটাই জানান।
তিনি বলেন, সম্ভবত ছুটি কয়েক দিন বাড়তে পারে। বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে। আবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি দেখা হচ্ছে।
যদি সাধারণ ছুটির মেয়াদ ফের বাড়ে তবে এনিয়ে চতুর্থ দফায় তা বাড়ানো হবে। এরআগে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। পরে সেটা বাড়িয়ে ১১ এপ্রিল করা হয়। তৃতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চতুর্থ দফা পর্যন্ত ছুটি বাড়ানোর পরিকল্পনা হচ্ছে।
এদিকে, ছুটি বাড়ালেও দেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবারের তথ্যানুযায়ী আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। এমন প্রেক্ষাপটে এই চিন্তভাবনা করছে সরকার বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
Posted ২:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy