নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 334 বার পঠিত
আরবিআইএমসিও বিজিএফআই ফান্ডের স্পেশাল পার্পাস বে-মেয়াদি মিউচুয়্যাল ফান্ডের ধারণাপত্র অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) কমিশনের ৮৪৪তম সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৫অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক(চলতি দায়িত্ব) ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের উদ্দেশ্যে আরবিআইএমসিও বিজিএফআই ফান্ডের স্পেশাল পার্পাস বে-মেয়াদি মিউচুয়্যাল ফান্ডের ধারণাপত্র অনুমোদন করেছে।শান্তির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। ফান্ডটির ৮০ শতাংশ সরকারি সিকিউরিটিজে এবং ২০ শতাংশ তালিকাভুক্ত সিকিউরিটিতে বিনিয়োগ করবে।যা পুঁজিবাজার পরিস্থিতি বিবেচনা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বর্ধিত করা যাবে।
শান্তির উদ্যোক্তা এবং সম্পদ ব্যবস্থাপনার কাজ করছে রয়েল বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়াও ফান্টাস্টি এবং কাস্টোডিয়ান হিসেবে কাজ করছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।
Posted ৩:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan