বিবিএ নিউজ.নেট | বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট | 283 বার পঠিত
আগের কার্যদিবসের নিম্নমুখী প্রবণতার পর গতকাল মঙ্গলবার আবারও ঊর্ধ্বমুখী হয়েছে পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেন।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ১৯৬.৫৫ পয়েন্টে। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২.৫৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৭.৬৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৬৮.৭৮ পয়েন্টে এবং দুই হাজার ৬৪৯.৩৬ পয়েন্টে দাড়িঁয়েছে।
ডিএসইতে আজ ২ হাজার ১০৪ কোটি ৭২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭ কোটি ৩২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৯৭ কোটি ৪০ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৭টির বা ৪৪.৫৩ শতাংশের, দর কমেছে ১৩৫টির বা ৩৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির বা ১৪.৬৭ শতাংশের দর।
এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৬.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ২৪.৩৪ পয়েন্টে।
সিএসইতে আজ ৩১৭টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৬টির দর বেড়েছে, কমেছে ১৫৯টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। আর লেনদেন হয়েছে ৭২ কোটি ৬০ লাখ টাকার সিকিউরিটিজ।
Posted ৬:২২ অপরাহ্ণ | বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy