নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 257 বার পঠিত
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এবি ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ৮ পয়সা ছিল।
অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে এবি ব্যাংকের শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে এবি ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৩৬ পয়সা।
Posted ১১:০২ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan