| বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 4 বার পঠিত
বন্ধ রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল কারখানায় উৎপাদন কার্যক্রম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, উৎপাদন কার্যক্রম সম্পর্কে সংবাদপত্রে প্রকাশিত সংবাদ সম্পর্কে গত ১৯ নভেম্বর কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে ডিএসই। চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে, কারখানায় অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে বর্তমানে কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে কোম্পানির উৎপাদন কার্যক্রম পুরোদমে চালিয়ে যেতে ১২ এমটি ধারণ ক্ষমতাসম্পন্ন ১৭.৫০ চাপের হুস্ক বয়লার আমদানি করেছে। শিগগিরই কারখানায় হাস্ক বয়লার স্থাপনের কাজ শেষ করে উৎপাদনে ফিরে আসবে কোম্পানিটি।
বর্তমানে কোম্পানির উৎপাদন বন্ধ থাকলেও তারা তাদের কোম্পানি থেকে কোনো কর্মী ছাঁটাই করেনি।
Posted ১২:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan