নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 365 বার পঠিত
জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এলপিজি বিক্রির জন্য তিন কোম্পানির সাথে চুক্তি সম্পন্ন করেছে। কোম্পানিটি এলপিজি বিক্রি করে ব্যবসা সম্প্রসারণ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মেঘনা পেট্রোলিয়াম এলপিজি বিক্রির জন্য বেক্সিমকো এলপিজি ইউনিট-১, বসুন্ধরা এলপি গ্যাস এবং ওমেরা গ্যাস ওয়ান লিমিটেডের সাথে চুক্তি সম্পন্ন করেছে।
কোম্পানিটি এলপিজি রিফুয়েলিং স্টেশন প্রতিষ্ঠা করে এলপিজি (অটোগ্যাস) এবং লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বিক্রি করবে। এছাড়া কোম্পানিটি রিফুয়েলিং অয়েল কোম্পানির রেজিস্ট্রাড ফিলিং স্টেশনে বিক্রি করে।
চুক্তি অনুযায়ী, পদ্মা অয়েল প্রতি লিটার এলপিজি বিক্রি করবে ৫০ টাকায়।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan