নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 283 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার (২১ অক্টোবর) কোম্পানির ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগের বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো প্রতিষ্ঠানটি।
বিদায়ী বছরে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১২ কোটি ১২ লাখ ৮৩ হাজার ২২৩ টাকা। এর আগের বছর ছিলো ৩৩ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ৩৭৬ টাকা।
সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। এর আগের বছর কোম্পানির ইপিএস ছিলো ১ টাকা ৫ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে (এনএভি) ১৯ টাকা ১ পয়সা। এর আগের বছর ছিলো ১৯ টাকা ৪৬ পয়সা।
কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তার জন্য এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan