বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ওজনে কম দেয়ায় মিনা বাজারকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ মে ২০২০   |   প্রিন্ট   |   360 বার পঠিত

ওজনে কম দেয়ায় মিনা বাজারকে ২০ হাজার টাকা জরিমানা

ওজনে কম দেয়ায় মিনা বাজারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। প্রতি কেজি পেঁয়াজ ও আদায় ১০০ গ্রাম কম দিচ্ছে অভিজাত চেইন সুপারশপ মিনা বাজার। শনিবার রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে এর প্রমাণ পায় বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। এ অপরাধে মিনা বাজারকে ২০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল।
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে বনশ্রী এলাকায় বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পেঁয়াজ ও আদায় ওজনে কম দেওয়ার অপরাধে মিনা বাজারকে ২০ হাজার টাকা, ১১৫০ টাকার ১ কেজি ২০০ গ্রামের ইলিশ মাছে ১০০ গ্রাম ওজন কম দেওয়া এবং পচা শাকসবজি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে আরেকটি সুপারশপকে ২০ হাজার টাকা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পাউরুটি, কেক বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে একটি জেনারেল স্টোরকে ৫ হাজার ও পেমেন্টলেস সার্ভিসকে ১০ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের প্রতিনিধিরা সহায়তা দেন।
আবদুল জব্বার মন্ডল জানান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যক্তিগতভাবে বাজার তদারকির খোঁজ-খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অধিদফতরের এ কর্মকর্তা।

ব্যাংকবিমাঅর্থনীতি/এস খান

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11167 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।