| রবিবার, ০১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 65 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : রেকর্ড ডেটের কারণে আগামীকাল ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পাানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য।
এ কোম্পানির উদ্যোক্তা-ও পরিচালকদের জন্য ৯০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৮৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪০ টাকা ১৬ পয়সা।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১১১ টাকা ৮৪ পয়সা।
আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭ টাকা ৯১ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪৩ টাকা ৭৩ পয়সা।
আগামী ২৯ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ১:৩২ অপরাহ্ণ | রবিবার, ০১ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan