নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ | প্রিন্ট | 328 বার পঠিত
শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। এর মধ্যে দশমিক ৫০ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
সোমবার (২৩ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে ৮৬ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৭৫ পয়সা।
আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ০৬ পয়সা। এর আগের বছর ছিলো ৩০ টাকা ২৬ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।
Posted ১১:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan