নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 307 বার পঠিত
করোনার টিকায় প্রয়োগ করা হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের সিরিঞ্জ। এজন্য কোম্পানিটির কাছে থেকে ৩ কোটি ৩০ লাখ সিরিঞ্জ কিনছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর কোম্পানিটকে একটি কার্যাদেশ দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে,পাঁচটি ধাপে ওই সিরিঞ্জ সরবরাহ করবে জেএমআই। প্রতি ধাপে ৬৬ লাখ সিরিঞ্জ সরবরাহ করা হবে। প্রথম লটের সিরিঞ্জ সরবরাহ করা হবে ৩১ আনুয়ারি। এরপর যথাক্রমে ২৮ ফেব্রুয়ারি, ৩০ মার্চ, ১৬ মে ও ২০ জুন তারিখে বাকী সিরিঞ্জগুলো সরবরাহ করা হবে।
জেএমআই সিরিঞ্জের কাছ থেকে প্রতিটি সিরিঞ্জ ৫ টাকা ৪০ পয়সা দরে কেনা হচ্ছে। কোম্পানিটির কাছ থেকে মোট ১৭ কোটি ৮২ লাখ টাকা মূল্যের সিরিঞ্জ কিনছে সরকার।
উল্লেখ, সরকার করোনা ভাইরাস মোকাবেলায় ভারতের সেরাম ইন্ডাস্ট্রির উৎপাদিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আবিস্কৃত টিকা কেনার জন্য চুক্তি করেছে। আজ রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ হাজার ২৭১ কোটি টাকা ব্যয়ে তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। করোনার এই টিকা প্রয়োগের জন্য বিশেষায়িত সিরিঞ্জ প্রয়োজন।
Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan