শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় কমেছে স্কুল ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   249 বার পঠিত

করোনায় কমেছে স্কুল ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি

করোনাভাইরাস সৃষ্ট বৈশ্বিক মহামারির কারণে অন্যান্য অর্থনৈতিক সূচকের মতোই কমে এসেছে স্কুল ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি। জুন প্রান্তিকের তুলনায় হিসাব ও আমানতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে চলমান মহামারি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মাত্র তিন মাসের ব্যবধানে স্কুল ব্যাংকিংয়ে হিসাব সংখ্যার প্রবৃদ্ধি মাত্র শূন্য দশমিক ৭৮ শতাংশ। যা অন্যান্য প্রান্তিকের তুলনায় অনেক কম।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে মোট ৫৫টি ব্যাংক। চলতি বছরের সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের স্কুল ব্যাংকিং হিসাবে শিক্ষার্থীদের জমা টাকার পরিমাণ এক হাজার ৮২১ কোটি ৪০ লাখ টাকা। শিক্ষার্থীদের মোট অ্যাকাউন্টের সংখ্যা ২৪ লাখ ৫০ হাজার ৫৬৪টি।

হিসাব অনুযায়ী, জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর শেষে অ্যাকাউন্টের পরিমাণ বেড়েছে মাত্র শূন্য দশমিক ৭৮ শতাংশ এবং আমানত বেড়েছে ৩ দশমিক ৩২ শতাংশ। বৃদ্ধির এই হার বছরের অন্যান্য বছরের তুলনায় তিন শতাংশের বেশি থাকে। গত জুন প্রান্তিকে মোট হিসাব সংখ্যা ছিল ২৪ লাখ ৩১ হাজার ৬০২ জন শিক্ষার্থীর, মোট আমানতের সংখ্যা ছিল এক হাজার ৭৬২ কোটি ৮২ লাখ টাকা। মার্চ প্রান্তিকে জুনের তুলনায় হিসাব সংখ্যা বেড়েছিলো ৪ দশমিক ৪০ শতাংশ।

স্কুল ব্যাংকিংয়ে নগরে রয়েছে ৬০ দশমিক ৭৩ শতাংশ আর তৃণমূল অঞ্চলে রয়েছে ৩৯ দশমিক ২৭ শতাংশ শিক্ষার্থীর অ্যাকাউন্ট। এর মধ্যে ছেলে শিক্ষার্থীর অ্যাকাউন্ট ৫৬ দশমিক ৭৪ শতাংশ আর মেয়ে শিক্ষার্থীর অ্যাকাউন্টের সংখ্যা ৪৩ দশমিক ২৬ শতাংশ। এই সময়ে ছেলে ও মেয়ে শিক্ষার্থীর অ্যাকাউন্টের হার বেড়েছে যথাক্রমে শুন্য দশমিক ৮৩ শতাংশ এবং শূন্য দশমিক ৭২ শতাংশ।

গত তিন মাসের তুলনায় (সেপ্টেম্বর প্রান্তিক) শূন্য দশমিক ৭৮ শতাংশ অ্যাকাউন্ট বেড়েছে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্কুল ব্যাংকিংয়ে প্রবৃদ্ধির হার খুবই কম। অন্যান্য প্রান্তিকে এ হার গড়ে তিন শতাংশ থাকে। এই সময়ে আমানত বেড়েছে ৩ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টের অধিকাংশই খোলা হয়েছে সরকারি ব্যাংকের মাধ্যমে। সব হিসাবের ৬৮ দশমিক ৯১ শতাংশ সরকারি ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা হয়েছে। গত ২০১৯ সালের সেপ্টেম্বরের তুলনায় হিসাব বেড়েছে ৩২ দশমিক ২৫ শতাংশ, গত বছরের একই সময়ের তুলনায় আমানত বেড়েছে ১৮ দশমিক ১৭ শতাংশ।

এসব হিসাবের মধ্যে ঢাকা বিভাগে হিসাবধারীর সংখ্যা ৭ লাখ ৩৯ হাজার ৭৩৫ হাজার, যার আমানতের পরিমাণ ৮২১ কোটি ৪৮ লাখ টাকা। চট্টগ্রাম বিভাবে ৪ লাখ ৭৯ হাজার ৮১টি হিসাবে আমানতের পরিমাণ ৪২০ কোটি ২২ লাখ টাকা। রাজশাহী বিভাগে ৩ লাখ ৪২ হাজার ৪৯৪টি হিসাবে আমানতের পরিমাণ ১৩৭ কোটি ৬৫ লাখ টাকা।

অন্যদিকে, মোট হিসাবের মধ্যে ৩০ দশমিক ১৯ শতাংশ ঢাকা বিভাগে, ১৯ দশমিক ৫৫ শতাংশ চট্টগ্রাম বিভাগে, ১৩ দশমিক ৯৮ শতাংশ রাজশাহী বিভাগে, ৫ দশমিক ৫৮ শতাংশ ময়মনসিংহ বিভাগে, রংপুরে ৭ দশমিক শূন্য দশমিক ৬ শতাংশ, সিলেটে ৯ দশমিক ৫৪ শতাংশ, বরিশালে ৪ দশমিক ৪৩ শতাংশ এবং খুলনা বিভাগে ৯ দশমিক ৬৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও দেখা যায়, এসব হিসাবের ৪৫ দশমিক ১০ শতাংশ আমানত ঢাকা বিভাগের শিক্ষার্থীদের, ২৩ দশমিক শূন্য ৭ শতাংশ চট্টগ্রাম বিভাগে, রাজশাহী ৭ দশমিক ৫৬ শতাংশ, খুলনা বিভাগে ৭ দশমিক ২৬ দশমিক, বরিশালে ৩ দশমিক ৩০ শতাংশ, সিলেটে ৬ দশমিক ৬১ শতাংশ, রংপুরে ৩ দশমিক ৭৭ শতাংশ এবং ময়মনসিংহ ৩ দশমিক ৩২ শতাংশ।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:৫৪ অপরাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।